মাওলানা মওদূদী রহঃ এর বিরোধিতা করে তিন শ্রেণীর মানুষ 


১. সেকুলার ধর্মের মানুষ।

২. মাওলানার জ্ঞানগর্ভ লেখনীর সমকক্ষ না হতে পারা আলেম।

৩. চক্ষু থাকা স্বত্বেও অন্ধ ব্যক্তি।

আল্লামা ইকবালের সাথে মাওলানার রুহানি সম্পর্ক 


বিখ্যাত ভারতীয় কবি আল্লামা ইকবাল মাওলানার লেখালেখির অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। একবার মাওলানা সম্পর্কে আল্লামা ইকবাল বলেন, “এ আলেম রাসূল সা. এর দ্বীন এমন এক কলম দিয়ে উম্মাহর কাছে পেশ করছেন, যার কালি হলো রক্ত।” মাওলানা আল্লামা ইকবাল সম্পর্কে বলেন, “আমার ও আল্লামা ইকবালের মাঝে চিন্তাধারার দিক থেকে বিশাল মিল আছে। আমার মনে যে পরিকল্পনা থাকতো, দেখা যেত একই পরিকল্পনা আল্লামা ইকবালেরও আছে। মাওলানার কাছে যখন আল্লামা ইকবালের মৃত্যুর সংবাদ পৌঁছে তখন তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, “এ মহান ব্যক্তির মৃত্যুর মাধ্যমে আমি এ দুনিয়ায় আমার সবচেয়ে সাহায্যকারীকে হারালাম।” 


ড. রাগিব সারজানি